বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/
০৪/০৩/২৩খ্রিঃ তারিখ, শনিবার বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ হাবিবুর রহমান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং ঢাকার পাশ্ববর্তী ৮টি পবিস(ঢাকা ২/৩/৪, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী-১/২ ও গাজীপুর-২) এর ERP কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় মহোদয় ঢাকা পবিস-১ এর সার্বিক কার্যক্রম পরিদর্শন, পবিস ক্যাম্পাসে শিশু পার্ক ও খেলার মাঠ উদ্বোধন সহ লিচু গাছের চারা রোপণ করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ) মোহাং সেলিম উদ্দিন মহোদয় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং পবিস ক্যাম্পাসে জাম্বুরা গাছের চারা রোপণ করেন। সচিব মহোদয়ের সফর সঙ্গী হিসেবে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, ইউএনও, বিআরইবি'র সম্মানিত সদস্যগণ, প্রধান প্রকৌশলী,পরিচালক (প্রশাসন-কেঃঅঃ), তত্বাবধায়ক প্রকৌশলী,সি:সিষ্টেম এনালিষ্ট, পাওয়ার সেলের পরিচালক,উপপরিচালক, টেকভিশনের উপদেষ্টা(গভ. এফ্যায়ার্স) ,হেড প্রজেক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সিজিএম/জিএম মহোদয়গণ ভার্চুয়ালি জুমে সংযুক্ত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS