Wellcome to National Portal
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯

 নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। 

Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/


Title
Day-Care Centre opening ceremony at BREB.
Details
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এর সদর দপ্তরের এক্সিকিউটিভ ভবনের ২য় তলায় নির্মিত দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উন্নতমানের ডে-কেয়ার সেন্টার (শিশু দিবাযত্ন কেন্দ্র)টি মহান বিজয়ের মাসে প্রথম দিনে শুভ সকালে উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
নির্মিত এই ডে-কেয়ার সেন্টারটিতে ২০ (বিশ) জন শিশু এক সাথে থাকার সুবিধা রয়েছে। শিশুদের সুবিধার জন্য সাউন্ডলেস স্লিপিং (ঘুম) এরিয়া, প্লে-জোন, ব্রেস্ট ফিডিং কর্নার, ফুড জোন, রিডিং জোন, টেলিভিশন, ওভেন, ফ্রিজ, শিশুদের ব্যবহার উপযোগী ওয়াশরুম, গীজার, ওয়াটার পিউরিফায়ার, রাইডস, খেলনা ইত্যাদি রয়েছে। শিশুদের সার্বিক তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক কর্মী ও প্রাক-প্রাথমিক শিক্ষক ইত্যাদির সংস্থান রয়েছে। ডে-কেয়ার সেন্টারে স্থাপিত আইপি ক্যামেরা সহায়তায় সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ স্মার্ট ফোনের মাধ্যমে তাঁদের শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাপবিবো’র এই উন্নতমানের ডে-কেয়ার সেন্টারটি উদ্বোধনকালে বিদ্যুৎ বিভাগের অধীনস্থ অন্যান্য সংস্থায়ও এই মানের ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয় মতামত প্রকাশ করেন। 
সদর দপ্তরে কর্মকর্ত নারী কর্মকর্তা/কর্মচারীগণ তাঁদের সন্তানদের এখানে নিরাপদ আশ্রয়ে রেখে নিশ্চিত মনে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা ও দক্ষতার প্রকাশ ঘটাতে সক্ষম হবেন।
Attachments
Publish Date
01/12/2022
Archieve Date
31/12/2022