বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/
অদ্য ১৮-০৩-২০২৩ খ্রিঃ তারিখ ক্রীসকপ কর্তৃক আয়োজিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর "আন্তঃ অফিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩" ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ঢাকা এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। নকআউট পর্বে সদর দপ্তর ও (শ্রীপুর+ কালিয়াকৈর) অফিসের মধ্যকার ১ম ম্যাচে সদর দপ্তর ৯ উইকেটে এবং (চন্দ্রা+মৌচাক) ও (জামগড়া + আশুলিয়া) অফিসের মধ্যকার ২য় ম্যাচে (চন্দ্রা+মৌচাক) টিম ৬ উইকেটে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। শ্বাসরুদ্ধকর ফাইনালে (চন্দ্রা+মৌচাক) টিম সদর দপ্তরকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে ট্রফি ও পদক তুলে দেন ঢাকা পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় এবং রিটেইনার ডাক্তার মহোদয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS