Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ (২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২২):


ঢাকা জেলার সাভার উপজেলার আংশিক এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সমন্বয়ে ৪৮৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ গঠিত। বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের অংশ হিসাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিরলসভাবে কাজ করে জুন, ২০১৮ খ্রিঃ অত্র পবিসের আওতাধীন সকল এলাকা শতভাগ বিদ্যুতায়িত করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ের লক্ষ্যে জুন’২০২২ খ্রিঃ পর্যন্ত ৩,৪৮৪ কিঃমিঃ বৈদ্যুতিক লাইন র্নিমাণ সম্পন্ন করা হয়েছে এবং জুন’২০২২ খ্রিঃ পর্যন্ত ৫,৯৯,৬০৮ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। ডিডিপি-II প্রকল্পের আওতায় বিরুলিয়া(ইনডোর)  উপকেন্দ্র নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। ১.৮ প্রকল্পের আওতায় ১৯৯.৯০ কিঃ মিঃ নতুন লাইন নির্মাণ পূর্বক শতভাগ বিদ্যুতায়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। ইউআরইডিএস প্রকল্পের আওতায় ইফাদ , বড়ইবাড়ী, ঘোড়াপীর উপকেন্দ্র নির্মাণ এবং পবিসের নিজস্ব অর্থায়নে ইনসেপ্টা ও নবীনগর উপকেন্দ্র নির্মাণ পূর্বক বিদ্যুতায়িত করা হয়েছে। ডিএনই প্রকল্পের আওতায় কালিয়াকৈর-৫ (সফিপুর) ও কালিয়াকৈর-৬ (হিজলতলা) উপকেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং বিদ্যুতায়ন করা হয়েছে। ডিএনই প্রকল্পের আওতায় শ্রীপুর ১০ এমভিএ উপকেন্দ্রকে ২০ এমভিএ, বিকেএসপি ২০ এমভিএ থেকে ২৫ এমভিএ এবং মৌচাক ৪০ এমভিএ থেকে ৪৫ এমভিএ  তে উন্নিত করা হয়েছে । পবিসের নিজস্ব অর্থায়নে ফ্যান্টাসি উপকেন্দ্র ২৫ এমভিএ থেকে ৩০ এমভিএ,  কালিয়াকৈর-১/৩(চন্দ্রা) উপকেন্দ্র ৪০ থেকে ৪৫ এমভিএ, ইয়ারপুর ১/২ উপকেন্দ্র ৪৫ এমভিএ থেকে ৫০ এমভিএ এবং মৌচাক উপকেন্দ্র ৩৫ এমভিএ থেকে ৪০ এমভিএ, কালিয়াকৈর-২ ২০ এমভিএ থেকে ৩০ এমভিএ,ডেইরী ফার্ম ২০ এমভিএ থেকে ৩০ এমভিএ তে উন্নিত   করা হয়েছে এবং কালিয়াকৈর-৩ ২০ এমভিএ থেকে ৩০ এমভিএ ও পলাশবাড়ী (সদর) ৩৫ এমভিএ হতে ৪০ এমভিএ তে উন্নিত করন কাজ চলমান রয়েছে। কবিরপুর গ্রীড উপকেন্দ্র থেকে  ইউআরইডিএস প্রকল্পের আওতায় বড়ইবাড়ী ও ইফাদ ৩৩ কেভি লাইন নির্মাণ পূর্বক বিদ্যুতায়ন করা হয়েছে। ধামরাই গ্রীড হতে পবিসের নিজস্ব অর্থায়নে প্রকল্প বিভাগের মাধ্যমে ২টি (ধামরাই নবীনগর১/২) নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ পূর্বক ০২টি ফিডার চালু করা হয়েছে । পবিসের নিজস্ব অর্থায়নে মিনি কার্যাদেশের মাধ্যমে #৬৩৬ এমসিএম তার ব্যবহার করে ওয়ালটন সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সংযোগ প্রদানের জন্য  ৩৩ কেভি লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং  হাইটেক ৩৩ কেভি ফিডার নির্মাণ পূর্বক বিদ্যুতায়ন করা হয়েছে। এছাড়ও নির্মাণাধীন মির্জাপুর ও নবীনগর গ্রীড উপকেন্দ্র  এবং বিদ্যমান কড্ডা, সাভার ও ধামরাই  গ্রীড উপকেন্দ্র থেকে মোট ১৫টি ৩৩ কেভি ফিডার পবিসের নিজস্ব অর্থায়নে নির্মানের কাজ চলমান রয়েছে। সাভার গ্রীড উপকেন্দ্রের আওতাধীন ডেইরী সুইচিং স্টেশন দীর্ঘদিন অবিদ্যুতায়িত অবস্থায় ছিল যা নতুন ফিডার নির্মাণের মাধ্যমে চালু করা হয়েছে। অত্র পবিসের ১৬৯টি ১১কেভি ফিডারের মধ্যে সমিতির মিনি কার্যাদেশ এবং প্রকল্প বিভাগের মাধ্যমে ১১৪টি ওভারলোড ফিডার ইতোমধ্যে #৪/০ এসিএসআর তার আপগ্রেডেশন করে #৪৭৭ এমসিএম করা হয়েছে এবং ৪টি ফিডার #৪/০ এসিএসআর তার আপগ্রেডেশন করে #৪৭৭ এমসিএম করার কাজ চলমান আছে। প্রতিনিয়ত নতুন নতুন বাড়ি ঘর তৈরী হওয়ায় আবেদনের সাথে সাথে পবিস অর্থায়নে বরাদ্দকৃত মাইলেজ থেকে মিনি কার্যাদেশের মাধ্যমে লাইন নির্মাণ পূর্বক সংযোগ প্রক্রিয়া চলমান রয়েছে। আবাসিক ছাড়াও অন্যান্য শ্রেণীর গ্রাহকগনের আবেদনের প্রেক্ষিতে নিয়মানুযায়ী দ্রুত সংযোগ প্রক্রিয়া অব্যাহত আছে। জুলাই’১৯ হতে জুন’২২ পর্যন্ত প্রায় ১০২৩ জন শিল্প শ্রেণীর গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

ঢাকা পবিস-১ এর সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ নিম্নরুপঃ

অর্থ বছর

গ্রাহক সংযোগ

নির্মিত লাইন

বকেয়া মাস

সিস্টেম লস

২০১৯-২০২০

৩৯,৫৮৯

১১৯

০.৯০

৬.২০ %

২০২০-২০২১

৪৯,৫৭৭

২৩৯

০.৭৬

৫.৩১%

২০২১-২০২২

৩৪,০৬৬

৫০

০.৯৮

৫.০০%


বিদ্যুৎ মন্ত্রণালয় ও বাপবিবো’র নির্দেশনা মোতাবেক অত্র পবিসের আওতায় অদ্যাবধি ২,০৮,০০০ টি প্রি-পেমেন্ট মিটার স্থাপন/প্রতিস্থাপন করা হয়েছে।  


অত্র পবিস এর সিস্টেম লস হ্রাসকরণের জন্য বিতরণ লাইন আপগ্রেডেশন, কন্ডাক্টরের সাইজ পরিবর্তন, ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তনসহ লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। বর্ণিত কাজের ফলে জুলাই’১৯ হতে জুন’২০ পর্যন্ত গ্রাহক অভিযোগ ছিল ২৫,২৫৪টি এবং জুলাই’২০ হতে জুন’২১ পর্যন্ত গ্রাহক অভিযোগ ছিল ২২,৫৯৬টি । জুন’২০ এ সিস্টেম লস ছিল ৬.২০% এবং জুন’২১ এ সিস্টেম লস ৫.৩১%। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে  গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে, ওএন্ডএম ব্যয় হ্রাস পেয়েছে, সমিতি আর্থিক ভাবে লাভবান হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ট্রান্সফরমার রি-ওয়্যারিং , কানেক্টর স্থাপন , লাইটনিং এ্যারেষ্টার পরিবর্তন  কাটআউট পরিবর্তন, ট্রান্সফরমার বোরিং গ্রাউন্ডিং করণ , স্কাই ওয়্যার পূনঃস্থাপন এবং নষ্ট কাঠের ক্রস আর্ম পরিবর্তন কাজ চলমান রয়েছে। লাইন রক্ষণাবেক্ষণ, ডিপোজিট, নবায়ন লাইন আপগ্রেডেশন কাজের জন্য জুলাই’১৯ হতে জুন’২০ পর্যন্ত মোট ৯২ টি, জুলাই’২০ হতে জুন’২১ পর্যন্ত ১৩০টি এবং জুলাই’২১ হতে জুন’২০২২ পর্যন্ত ১০০টি কার্যাদেশ প্রদান করা হয় এবং লাইনম্যানদের আলাদাভাবে দায়িত্ব প্রদান করে লাইন রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়েছে।