Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/


প্রিপেইড মিটারের সুবিধা

“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানটি সামনে রেখে ২০২১ সালের মধ্যে সরকার সারা বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌছে দেওয়ার লক্ষ্যে ছিল বদ্ধ পরিকর। উৎপাদিত বিদ্যুতের সদ্বব্যবহার ও অপচয় রোধ তথা স্বয়ংক্রিয় বিলিং সুবিধা সৃষ্টি করার জন্য ২০১১ সালে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রি-পেমেন্ট মিটার প্রবর্তন করেন। বর্তমানে প্রি-পেমেন্ট মিটারসমূহ আরো আধুনিকায়ন করে ২০২৫ সালের মধ্যে ২.০ কোটি প্রি-পেমেন্ট মিটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভৌগলিক এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন/প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।

 

প্রি-পেমেন্ট মিটারের সুবিধা (সরকার) : 

  • অগ্রিম রাজস্ব আদায়।
  • ওভারলোড নিয়ন্ত্রণ ।
  • পিক-লোড Fixing /Re-fixing সুবিধা।
  • অটো Connection / Disconnection সুবিধা।
  • পরিমিত বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করণ।
  • 100% সঠিক বিলিং।
  • বিলিং এর জন্য জনবল খরচ হ্রাস।
  • বিলিং ওভারহেড(কাগজ/কালি) হ্রাস।


প্রি-পেমেন্ট মিটারের সুবিধা (গ্রাহক) :

  • ১% রিবেট দেওয়া হচ্ছে।
  • আনুমানিক(ভূতুরে) বিল নাই।
  • ব্যবহৃত লোড মাফিক দৃশ্যমান বিদ্যুৎ খরচ।
  • অটো Connection / Disconnection সুবিধা।
  • দাপ্তরিক আনুষ্ঠানিকতা হ্রাস।
  • লো-ক্রেডিট এলার্ম সুবিধা।
  • এমার্জেন্সী ব্যালেন্স, ফ্রেন্ডলী আওয়ার সুবিধা বিদ্যমান।
  • সাপ্তাহিক ও সরকারী ছুটির সময় মিটার বন্ধ হয় না।
  • ভাড়াটিয়া কিংবা সরকারী আবাসনে বিলিং জটিলতা নিরসন।
  • বিল পরিশোধে সময় সাশ্রয়।