Wellcome to National Portal
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত সকল প্রি-পেইড মিটারধারী গ্রাহকগণকে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষ্যে আগামী ২৮ শে মার্চ ২০২৫ হতে ০৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ০৯ (নয়) দিন সরকারী ছুটি থাকবে। ছুটিকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর পূর্বেই আপনার মিটারে পর্যাপ্ত পরিমাণ ক্রেডিট রিচার্জ করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো । অনুরোধক্রমে কর্তৃপক্ষ, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ https://bidaquickserv.org/


শিরোনাম
বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ হাবিবুর রহমান কর্তৃক ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং ঢাকার পাশ্ববর্তী ৮টি পবিস এর ERP কার্যক্রম শুভ উদ্বোধন।
বিস্তারিত

০৪/০৩/২৩খ্রিঃ তারিখ, শনিবার বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ হাবিবুর রহমান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং ঢাকার পাশ্ববর্তী ৮টি পবিস(ঢাকা ২/৩/৪, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী-১/২ ও গাজীপুর-২) এর  ERP কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় মহোদয় ঢাকা পবিস-১ এর সার্বিক কার্যক্রম পরিদর্শন, পবিস ক্যাম্পাসে শিশু পার্ক ও খেলার মাঠ উদ্বোধন সহ লিচু গাছের চারা রোপণ করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ) মোহাং সেলিম উদ্দিন মহোদয় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং পবিস ক্যাম্পাসে জাম্বুরা গাছের চারা রোপণ করেন। সচিব মহোদয়ের সফর সঙ্গী হিসেবে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, ইউএনও, বিআরইবি'র সম্মানিত সদস্যগণ, প্রধান প্রকৌশলী,পরিচালক (প্রশাসন-কেঃঅঃ), তত্বাবধায়ক প্রকৌশলী,সি:সিষ্টেম এনালিষ্ট, পাওয়ার সেলের পরিচালক,উপপরিচালক, টেকভিশনের উপদেষ্টা(গভ. এফ্যায়ার্স) ,হেড প্রজেক্ট  ম্যানেজার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সিজিএম/জিএম মহোদয়গণ ভার্চুয়ালি জুমে সংযুক্ত ছিলেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/03/2023
আর্কাইভ তারিখ
31/07/2023